২০১৯ ইউসুফ মিয়ার অবদান প্রজম্মের পর প্রজম্ম স্মরণ করবে

0
116

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার রাতে সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বোয়ালখালী চরখিজির পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ মিয়ার স্মৃতি চারণে এক স্মরণ সভা ফলমন্ডি চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এস এম সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এতে আরে বক্তব্য রাখেন সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল, সিনিয়র সহ-সভাপতি হাজী ফজল করিম, হাজী আবদুল খালেক, সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলমগীর ,যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক হাজী সোলেয়মান,সাবেক দপ্তর সম্পাদক জাফর আহমদ । মঞ্চে উপস্থিত ছিলেন বন্দর সিবিএ সভাপতি মোহাম্মদ মীর নওশাদ,সমিতির সাবেক সভাপতি হাজী ইউনুছ ,আলী হোসেন,হাজী কালু মিয়া,আলহাজ্ব জানে আলম ,এডভোকেট নুর হোসেন,মোহাম্মদ রুস্তম আলী ,অনুপ,মোহাম্মদ নঈম প্রমখ । সভা সঞ্চালনা করেন হাজী মো. জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্য সিটি মেয়র বলেন, মরহুম হাজী মোহাম্মদ ইউসুফ মিয়া বহুগুনে গুনান্বিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। এই ফলমন্ডি মার্কেট প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে। তার এই অবদানের জন্য প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। সিটি মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নীতি-নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। ফলমন্ডির ব্যবসায়ী ও কর্মচারীদের মাদকমুক্ত পরিবেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মেয়র। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ বলেন, মরহুম হাজী মোহাম্মদ ইউসুফ মিয়া সৎ ও আদর্শবান ব্যবসায়ী ছিলেন। তিনি রাজনীতিতেও সফল ও নির্লোভ ব্যক্তি ছিলেন। নিঃস্বার্থ ভাবে তিনি সমাজ ও দেশের জন্য কাজ করে গেছেন। সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলমগীর তার বক্তব্যে বলেন, ফলমন্ডির জলাবদ্ধতা নিরসনে নালা নির্মাণ করায় চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি ও সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।