এবারও বিদেশিদের হজে অংশগ্রহন বন্ধ রাখার কথা ভাবছে সৌদি আরব

0
121

বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। ভাইরাসটি সংক্রমণ কিছুদিন কমার পর আবারও বাড়ছে।
এ অবস্থায় বিশ্বের দেশে দেশে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাই এবারও বিদেশিদের হজে যাওয়া বন্ধ করার কথা ভাবছে সৌদি আরব। খবর রয়টার্সের।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশিদের হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, যদি বিদেশিদের হজ বন্ধ করা হয় তাহলে শুধু টিকা নেওয়া সৌদি নাগরিকরাই হজে অংশ নিতে পারবেন।

গত বছরও করোনা মহামারির কারণে বিশ্বের মুসলিমরা হজে অংশ নিতে পারেননি। প্রতি বছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করেন।

গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমারাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

কিন্তু বিশ্বব্যাপী নতুন করে সংক্রমণের কারণে সৌদি সরকার আবারও হজ বন্ধের কথা ভাবছে।