পিডিবি দক্ষিণাঞ্চলের ৩৬ দফতরে মশা নিধন কার্যক্রম

0
91

বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের ৩৬ দফতরে মশা নিধনে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গু জ্বর শনাক্তকরণে ডেঙ্গু পরীক্ষার উপকরণ সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) থেকে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দফতরে গিয়ে নিয়মিত খোঁজ-খবর রাখছেন দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। রোববার (৪ আগস্ট) পর্যন্ত দফতরের প্রধানদের নিয়ে দুটি জরুরি বৈঠকও করা হয়েছে।

বৈঠকে দফতরের বিভিন্ন ভবনের আশপাশে মশার ওষুধ ছিটানো, ফগার মেশিন দিয়ে মশা ধ্বংসকরণ, পানি যেন জমে না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, আমাদের বিভিন্ন ভবন পরিষ্কার রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মশা নিধনে যা যা করা দরকার সবকিছুই আমরা করছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩৬টি দফতরে মশা নিধন কার্যক্রম চলছে। সকালে ড্রেন ও ডোবায় হ্যান্ড মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে। বিকেলে উড়ন্ত মশা মারার জন্য ফগার মেশিন ব্যবহার করা হচ্ছে।