শামসুদ্দীন শিশির

0
229

শুভ জন্মদিন!
অধ্যাপক শামসুদ্দীন শিশির!!

jonmodinচট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন শামসুদ্দীন শিশির। এর পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে নিজেকে জড়িত রেখেছেন।

কুমিল্লার নাঙ্গলকোটের দাউদপুর এলাকার বিশিষ্ট শিক্ষক মীর আবু তাহের ও বেগম নাসিম আথতার এর সন্তান তিনি।

শিক্ষাজীবনে তিনি বি.এস.এস (সম্মান), এম.এস.এস (রাষ্ট্র বিজ্ঞান), বি.এড, এম.এড ডিগ্রি অর্জন করেন।

আধুনিক পাঠদান পদ্ধতি ও কৌশল, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা, সৃজনশীল প্রশ্ন পত্র প্রণয়ন, স্যানিটেশন সহ বহু প্রশিক্ষণ গ্রহন করেন অধ্যাপক শামসুদ্দীন শিশির। এছাড়া ভারতে কম্পিউটার শিক্ষা (৪২ দিন), অস্ট্রেলিয়া- একীভূত শিক্ষা ও বিশেষ শিক্ষা (৫৬ দিন) প্রশিক্ষণ গ্রহন করেন তিনি।

সংগঠনঃ
সভাপতি, নিউজচিটাগাং২৪ ফ্যান ক্লাব
সাবেক সভাপতি দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ, চট্টগ্রাম।
সম্পাদকীয় মন্ডলীয় সভাপতি, মাসিক বিশ্ববন্ধন।
উপদেষ্টা ঝড়ঁঃয অংরধহ জবফরড় পষঁন (২০১০ থেকে)।
সাধারণ সম্পাদক, ব্রাইট বাংলাদেশ (বেসরকারি উন্নয়ন সংস্থা) ১৭নং ওয়ার্ড উন্নয়ন কমিটি।
সদস্য- উন্নয়ন কমিটি অপরাজেয় বাংলা (বেসরকারি উন্নয়ন সংস্থা)।
উপদেষ্টা- অরুনিমা [বেসরকারি উন্নয়ন সংস্থা]।
সদস্য- শিক্ষা বিভাগ, চট্টগ্রাম বিশ্যবিদ্যালয়।
আজীবন সদস্য- চট্টগ্রাম একাডেমী, চট্টগ্রাম।
আজীবন সদস্য- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম।
আজীবন সদস্য- চিকিৎসা সহায়তা পরিষদ, চট্টগ্রাম।
আজীবন সদস্য- আবুল হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগার, পটিয়া, চট্টগ্রাম।
আজীবন সদস্য- সমাগ্রযুগ পাঠাগার, আজাদী বাজার ,ফটিকছড়ি, চট্টগ্রাম।
উপ-সম্পাদক- মাসিক শিক্ষা অন্বেষা, চট্টগ্রাম।
প্রকাশক- সাপ্তাহিক শিক্ষা সৌরভ, কক্সবাজার।
লেখক (ফিচার)- দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সু-প্রভাত বাংলাদেশ, দৈনিক পূর্বদেশ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ।
প্রকাশনা- শিক্ষকতা মহান পেশা, ম্যানার্স, লাইব্রেরী নিয়ে যত কতা, ড.ইউনুস ও নোবেল পুরস্কার, বীর শ্রেষ্ঠদের কথা, আলোর ফেরিওয়ালা।
গবেষনা প্রবন্ধ- সমাজ নিরীক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নাল।

আশা ইউনিভার্সিটির জার্নাল।

সাউদার্ন ইউনিভার্সিটির জার্নাল।

সমন্বয়ক শিক্ষা- চিটাগাং রিসার্চ ইনেশিয়েটিভ।
শিক্ষকতার অভিজ্ঞতা- ১৬ বৎসর (সরকারি কলেজে)।
বেতার অনুষ্ঠান- বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান উপস্থাপক ও আলোচক গত ১০ বছর।
চীন আন্তর্জাতিক বেতার (বাংলা) অনুষ্ঠানের শ্রোতা।

জন্মদিনে অধ্যাপক শামসুদ্দীন শিশিরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা।

ঘোষণা: দেশের বিশিষ্টজন, বুদ্ধিজীবি/বরেণ্য সাংবাদিকদের পাশাপাশি চট্টগ্রামের সাংবাদিক ও সংবাদ মাধ্যমে কর্মরতদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার সিন্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজচিটাগাং২৪.কম। এ প্রেক্ষিতে আমরা ‘জন্মদিন’ নামের নতুন একটি বিভাগ চালু করেছি। এই বিভাগে আপনিও লেখা-তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে পারেন। লেখা ও তথ্য পাঠানোর ঠিকানা: [email protected]