পটিয়ায় পিডিবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

0
66

পিডিবি ২পটিয়া প্রতিনিধি॥
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম জোনকে কোম্পানীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় পিডিবি’র কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ২টা কর্মবিরতি পালন করে। পরে এক বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। পরে পিডিবি’র অফিস প্রাঙ্গণে পটিয়ায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) সভাপতি কুদ্দুছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ নেতা কর্মকর্তাদের পক্ষে পটিয়া পিডিবি’র সহকারী প্রকৌশলী জাকের সরোওয়ার খান, আ.স.ম রেজাউন নবী, শ্রমিক কর্মচারীদের পক্ষে শ্রমিক নেতা সাহাব উদ্দীন, রনজিৎ কান্তি দেব, তপন কুমার চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোন অবস্থাতেই কোম্পানীতে রূপান্তর করা যাবে না। অবিলম্বে মন্ত্রাণালয় কর্তৃক ঘোষিত পিডিবিকে কোম্পানীতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় আগামীতে ঐক্যপরিষদের উদ্যোগে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর মাধ্যমে এ সিদ্ধান্ত প্রতিহত করা হবে। এব্যাপারে ঐক্যপরিষদ ঘোষিত সকল কর্মসূচী পালন করতে অঙ্গিকারবদ্ধ হয়। সারাবাংলাদেশে পিডিবির কেন্দ্রীয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের ডাকে এ কর্মসূচী পালন করা হয়।