ভোরের ভেলা

0
139

ভোরের ভেলা আহমেদ মনসুর
————————————————
গতরাত হতে খোঁজ নেই ছেলেটির
আহা! মায়ের কি রোনাজারি, অশ্রুসিক্ত চোখ
কারবালা প্রান্তরে ছকিনার বিলাপ যেন
মেয়েটি তার যেন স্নিগ্ধ শান্ত পুকুর
শকুনের হাতে মেলে দিতে হলো অথচ সমস্ত শরীর
ওরা তার একমাত্র সম্বলটুকু ছিনিয়ে নিয়ে হাসে উন্মাদের হাসি
উল্লাসে আদিমতার ছাপ
এক খন্ড জমি ছিলো
তাও চলে যায় ঐ দস্যুর ভোগে
খালি যায়, শুধু চলে যায়
এটা যায়, ওটা যায়, সেটা যায়
এর যায়, ওর যায়
দিকে দিকে শোনা যায় বঞ্চনার কীর্তন
মনটা ভারী হয়ে আসে
চাপাকান্নায় মেঘাচ্ছন্ন হৃদয় যন্ত্রণা নামক পীড়ায় নিত্যনৈমিত্ত হচ্ছে আক্রান্ত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত
তবুও আমি আমরা সকলে
নীলকষ্ট বুকে চেপে এগিয়ে যাই সমুখের পানে, আলোর সন্ধানে
ভাবী, এই বুঝি শেষ হয়ে এলো কালো যামিনী
প্রভাতের আলোর রেখা দৃষ্টির সীমানায় চলে এলো বলে
আমি আমরা বেঁচে থাকি
আমাদের বেঁচে থাকার রসদ স্বপ্ন
আমাদের রসদ আলোর প্রত্যাশা
বাস্তবে নয়, এসো বাঁচি কল্পনায়…