ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন শুরু হবে আগামী ২০শে এপ্রিল

0
49

ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন শুরু হবে আগামী ২০শে এপ্রিল শুরু হয়ে চলবে ১৫ই মে পর্যন্ত। রের্কড ডেট ১০ই ফেব্রুয়ারি। এর আগে কমিশনের ৫০৫তম সভায় অনুমোদন দেয়া হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট অর্থাৎ ২:১ অনুপাতে ইস্যু করতে পারবে। ২২ কোটি ১৬ লাখ ৫২,২২৮টি সাধারণ শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে। ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫,৭৬০ টাকা বাজার থেকে উত্তোলন করে তা বিএসইসি’র নির্দেশ অনুযায়ী কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালীকরণে ব্যয় করতে হবে। বর্তমানে এই ব্যাংকের শেয়ারের সংখ্যা হলো ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫,০৭৬টি। এর মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৫০%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৬০% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪৪.৪০% শেয়ার।
এ ব্যাংকের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফিন্যানসিয়াল অ্যাডভাইজার লিমিটেড।