পালিয়েছে মাছের মালিক

0
54

কর্ণফুলী নদীর পাড়ের ফিশারি ঘাট বাজারে এক টন জাটকা ফেলে পালিয়েছে মাছের মালিক। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালান।

অভিযানে অংশ নেন মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তৈয়ব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এনি কর্মকার, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।

মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফিশারি ঘাট বাজারে ট্রাকে জাটকা বোঝাই করা হচ্ছে। এরপর পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায় মালিক। পরে মাছগুলো জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নির্দেশনা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১০টি এতিমখানায় বিতরণ করে দিয়েছি।

তিনি জানান, ১০ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) আহরণ, বেচাকেনা, সংরক্ষণ, মজুদ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের দুই বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।