মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভা অনুষ্ঠিত

0
115

 
চট্টগাম জেলার সন্দ্বীপ উপজেলায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ২০১৭ সালে ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন করা লক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যেগে এক প্রস্তুুতি সভা নগরীর আগ্রাবাদ চৌমুহুনীস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যলয় হোটেল ইষ্ট্রার্ণ ভিউর রেষ্টুরেন্ট হলে অনুষ্ঠিত হয়। ৭৮ ব্যাচের মোঃ জসিম উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে ৯০ ব্যাচের লায়ন মোঃ সামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্যেশ্য, লক্ষ্য ও বিভিন্ন দিক দির্দেশনা মুলক সারগর্ব আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন ৭৬ ব্যাচের সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম, অধ্যাপক বেলাল, মোঃ ইদ্রিস আলম ৯৩ ব্যাচের আব্দুল হান্নান হীরা, সন্দ্বীপ পোরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ৯৪ ব্যাচের আমজাদ হোসেন, কামরুজ্জামান কসি, সৌরভ দাশ, মোঃ শাকিল রানা, সবুজ মজুমদার, আব্দুল আজিজ, সৌরভ নন্দী, মোঃ মোমিনুল হক, মোঃ ইমরুল কায়েস, ইয়াছিন আরাফাত, সিরাজুল মোল্লা, সৌরভ সিনহা, মাহবুবুল কবির (জিকু), মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর হোসাইন, তীর্থ নন্দী কাব্য, মোঃ আবদুল কাদের প্রমুখ। আগামী ৩ মার্চ পরিষদের উদ্যেগে বনভোজনের তারিখ ও স্থান নিধারণ করা হয়। বনভোজনের অংশ গ্রহন করতে আগ্রহীদের ২৫ ফেব্রুয়ারী মধ্যে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার আহ্বান জানান।সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রফিকুল ইসলামকে আহ্বাহক করে ২১ সদস্য বিশিষ্ট বনভোজন উপ পরিষদের কমিটি ঘোষনা করা হয়।