অবৈধ অংশ ভেঙে সারেন্ডার ল্যান্ড উদ্ধার

0
45

সারেন্ডার ল্যান্ড (রাস্তার জন্য ছেড়ে দেওয়া ভবন মালিকের জায়গা) না ছেড়ে ভবন নির্মাণ করায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ’র অথরাইজেশন বিভাগ-২ এর ভিজিলেন্স টিমের উদ্যোগে নয়তলা ভবনসহ ৫টি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে।

নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলি এলাকায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান স্থপতি শাহিনুল ইসলাম।

এসময় দক্ষিণ কাট্টলি এলাকার বাচা মিয়া রোডের এসএম হেলাল উদ্দিন আহমদের নির্মাণাধীন নয়তলা ভবন, আবদুর পাড়া এলাকায় জামাল উদ্দিনের তিনতলা ভবন, শাপলা আবাসিক এলাকায় এবিএম শাহাদাত হোসেন মজুমদারের ভবনসহ ৫টি স্থাপনার অবৈধ অংশ ভেঙে সারেন্ডার ল্যান্ড উদ্ধার করা হয়।

স্থপতি শাহিনুল ইসলাম জানান, পাহাড়তলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কিছু ভবন মালিক স্থাপনা নির্মাণের সময় সারেন্ডার ল্যান্ড ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা ছেড়ে দেন নি। অবৈধভাবে নির্মিত সেইসব ভবন ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও ভবন মালিকদের নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ অপসারণে আরও ১৫ দিন সময় বেঁধে দিয়ে মুচলেকা নেয়া হয়েছে। নগরীর প্রত্যেক এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সিএমপি পুলিশের সহায়তায় অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-২ মোহাম্মদ শামিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান, সেকশান অফিসার সাদেকুর রহমানসহ সিডিএ’র ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।