ডাবের পানি তারুণ্য ধরে রাখে

0
72

গরমে সুস্থ থাকতে চাইলে ডাবের পানি পান করুন নিয়মিত। ডাবের পানিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, যা দূর করবে বিভিন্ন শারীরিক জটিলতা। জেনে নিন ডাবের পানি পান করার উপকারিতা সম্পর্কে।

.

ডাব

  • শরীরের পানির ঘাটতি পূরণ করে ডাবের পানি। এতে থাকা ইলেকট্রোলাইট কম্পোজিশন ডায়রিয়া, বমি এবং অতিরিক্ত ঘামের কারণে ঘাটতি হওয়া খনিজের চাহিদা মেটাতে পারে।
  • ডাবের পানি পেট ঠান্ডা রাখে ও হজমের গণ্ডগোল দূর করে।
  • ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় ও দাঁত সুস্থ রাখে।
  • ডাবের পানিতে থাকা উপকারী এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে। ফলে ওজন কমতে শুরু করে।
  • ডাবের পানি শরীরে লবণের মাত্রা ঠিক রাখে। ফলে ওয়াটার রিটেনশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির আশঙ্কা কমে।
  • শরীরে জমতে থাকা টক্সিক উপাদান দূর করতে সাহায্য করে ডাবের পানি।
  • ডাবের পানিতে থাকা ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিয়ান মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা মতে, ডাবের পানিতে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাডপ্রেসার স্বাভাবিক রাখে।
  • ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামক একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে।