‘প্রবাসী শামশুল আজিম দরিদ্রগোষ্টীর উন্নয়নে কাজ করছে’

0
50

শফিউল আলম, রাউজান ঃ রাউজনের আধার মানিকের ওমান প্রবাসী প্রবাসী শামশুল আজিম প্রবাসের আয়ের টাকা দিয়ে দেশের দরিদ্র জনগোষ্টিার উন্নয়নে কাজ করছে । রাউজানের পুর্বগুজরা ইউনিয়নের আধার মানিক আয়েশার বাপের বাড়ীর বাসিন্দ্বা ওমান প্রবাসী শামশুল আজিম ওমান থেকে বৈধ পথে আয়ের টাকা দেশে প্রেরন করায় প্রবাসী কল্যান মন্ত্রনালয় সি, আই, পি হিসাবে পদক প্রদান করেছে ওমান প্রবাসী শাশশুল আজিমকে । ওমান প্রবাসী শামশুল আজিম দেশের বাণ্যিজিক গুরুত্বপুর্ণ ব্যক্তির পদক পাওয়ার পর তার গ্রামের বাড়ীতে আসলে এলাকার লোকজন শামশুল আজিমকে অভিনন্দন জানান । দেশের বাণ্যিজিক গুরুত্বপুর্ণ ব্যক্তির পদক প্রাপ্ত ওমানের ব্যবসায়ী শামশুল আজিম সমকালকে বলেন, গত ১৯৯০ সালে ওমানে জীবিকার তাগিদে যায় । ওমানে দু বৎসর চাকুরী করে । চাকুরী করে যে টাকা আয় করে ঐ টাকা সঞ্চয় করে রাখে। ওমানে চাকুরী করার সময়ে ওমানে থাকা তার ভাইয়েরা তার খাওয়া সহ সব খরচ বহন করে । দুই বৎসর চাকুরী করে যে টাকা আয় করে ঐ টাকা দিয়ে ওমানে ওয়ার্কসপ দিয়ে ব্যবসা শুরু করে । ওমানের ব্যবসায়ী শামশুল আজিম ওমানে দুটি ব্যবসা প্রতিষ্টান গড়ে তোলে । তার ব্যবসা প্রতিষ্টানে দেশের ২৬ জন প্রবাসী কর্মরত রয়েছে । ওমানের ব্যবসায়ী সি, আই, পি, শামশুল আলম ওমানে ব্যবসা করে প্রচুর পরিমান আয় করেন । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির অনুপ্রেরনায় প্রবাসের আয়ের টাকা দিয়ে তার গ্রামের বাড়ী রাউজানের আধার মানিক আয়েশার বাপের বাড়ী জামে মসজিদ নির্মান, আয়েশার বাপের বাড়ী জামে মসজিদ সড়কটি দুপাশের্^ গার্ডওয়াল দিয়ে সি, সি, ঢালাই করে নির্মান করা হয় । রাউজানের আধার মানিক দাখিল মাদ্রাসার একটি ভবন নির্মান করে দেয় । এছাড়া ও তার নিজ গ্রামে নিজের জমিতে মাটি ভরাট করে পুকুর খনন করে এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের জায়গার না দাবী নামা দিয়ে পাকা ঘর নির্মান করে দিচ্ছে । এ পর্যন্ত দুটি পরিবারকে তার নিজ জায়গায় পাকা ঘর নির্মান করে পুর্ণবাসন করা হয়েছে । আরো ১৮টি দরিদ্র পরিবারের সদস্যদেরকে নিজ জায়গায় পাকা ঘর নির্মান করে পুণঃবাসন করবেন বলে ওমানের ব্যবসায়ী সি, আই, পি শামশুল আজিম সমকালকে জানান । ওমান প্রবাসী সি, আই, পি শামশুল আজিম রাউজানে ও একটি কারখানা তৈয়ারী করে এলাকার লোকজনকে কর্মসংস্থান করার প্রকল্প নিয়েছে বলে জানান । ওমান প্রবাসী শামশুল আজিম ওমানস্থ চট্টগ্রাম সমিতির কর্মকর্তা । ওমানে চট্টগ্রাম সমিতির সভাপিত সি, আই, পি ইয়াসিন চৌধুরীর নেতৃত্বে ওমানে কর্মরত বাংলাদেশের প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে ভুমিখা রেখে আসছে ।