৯ টি নতুনভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে

0
121

রাউজানে রেজির্ষ্ট্রাড ও কমিউিনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক কর্মচারীদের দাবী অবশেষে পূরন হয়েছে। দীর্ঘদিনের এ দাবীর প্রতি সরকার এগিয়ে আসায় বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ৯ টি নতুনভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। রাউজানে রেজি: ও কমিউনিটি বিদ্যায়গুলো সরকারীকরন করা হয়েছে। এতে উপজেলার ১৬টি রেজিষ্ট্রাড ও ৫ কমিউনিটি বিদ্যালয় সরকারী করনের আওতায় এসেছে। উপজেলায় ১৬টি রেজি: প্রাথমিক বিদ্যালয় গুলো হচ্ছে দক্ষিণ পূর্ব কোতোয়ালী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পূর্ব রাউজান প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর এয়ার মোহাম্মদ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, মৈশকরম এন হক প্রাথমিক বিদ্যালয়, আলী খিল প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম নদিমপুর ফতেনগর প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলী শেখ পাড়া পরীজান প্রাথমিক বিদ্যালয়, দেওয়ানপুর পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়, এ.এস.এম গনি পাড়া প্রাথমিক বিদ্যালয়, মধ্যম বিনাজুরী প্রাথমিক বিদ্যালয়, পাচঁখাইন কর্নফূলী প্রেমদা প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব কোতোয়ালী ঘোনা প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম দলইনগর প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গহিরা বিশাখা প্রাথমিক বিদ্যালয়, পুরঙ্গা প্রাথমিক বিদ্যালয়, কেয়কদাইর প্রাথমিক বিদ্যালয় ও সরকারী করন ৫ টি কমিউনিটি বিদ্যালয় গুলো হচ্ছে দক্ষিণ জয়নগর প্রাথমিক বিদ্যালয়, উত্তর গুরজা ঈদগাহ প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিনাজুরী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রাউজান আদর্শ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সর্ত্তা প্রাথমিক বিদ্যালয়।
শুরুতেই সরকারী হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত বিদ্যালয় গুলো হচ্ছে একেএম ফজলুল কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় নামে ৩টি, সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় নামে ৩টি, সূর্যসেন প্রাথমিক বিদ্যালয় নামে ১টি ও নির্মল সেন প্রাথমিক বিদ্যালয় নামে ১টি বিদ্যালয় করা হচ্ছে।
নতুন প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিপ বলেন, নতুন বিদ্যালয় রাউজানে বেশি হওয়ার কারন হচ্ছে এবিএম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায়। এখানে আমার দাবীর প্রেক্ষিতে পূর্ব গুজরার সাতবারিয়ায় একটি বিদ্যালয় স্থাপিত হচ্ছে।
সরকারীকরন বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান বলেন, স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় রাউজানে এসব বিদ্যালয় সরকারী করন করা হয়েছে।