ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দিলেন ডা.শাহাদাত হোসেন

0
114

নগর ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত chatto dolহোসেন।

তিনি বলেন, ত্যাগি নেতাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। এই কমিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিদেশে হয়েছে। তাই যে সকল ত্যাগী নেতারা বাদ পড়েছে তাদের হতাশ হওয়ার কিছুই নেই। আগামী এক মাসের মধ্যে ছাত্রদলের ত্যাগী নেতা কর্মীদেরকে পুর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।

এসময় তিনি আগামী ১ মাসের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিসহ থানা কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত কমিটিকে নির্দেশ দেন।

মঙ্গলবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটির র‌্যালীপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, অযোগ্য, অছাত্র, বিবাহিত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের নিয়ে টাকার বিনিময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটি করা হয়েছে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করছে একটি পক্ষ।

কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ দেখা দেয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে। কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন দ্বিপ্তী, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিপ্লবী উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে রাঙ্গুনীয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাত করেন।

পরে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে নাসিমন ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর কাজীর দেউরী-নুর আহমদ সড়ক-লাভ লেইন এনায়েত বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।