প্রতিপক্ষের হামলায় জেএসএস কর্মী গুলিবিদ্ধ

0
137

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্লাতলি ইউনিয়ন সদরে প্রতিপক্ষের হামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু মৃত্যুগ্রুপ) এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুজল চাকমা (২২) উপজেলার বর্মাছড়ি মুখপাড়া এলাকার জলধর চাকমার চেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনৈতিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুল্লাতলি সদর এলাকায় একটি চায়ের দোকানের পাশে বসে সুজল সাংগঠনিক কাজ করছিলেন। এসময় মোটরসাইকেলে করে অস্ত্রধারী দুই ব্যক্তি এসে সুজলকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উল হক জানান, এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় সুজলকে উদ্ধার করে লক্ষীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেএসএস, সন্তু গ্রুপের সভাপতি ধীমান চাকমা জানান, এই ঘটনায় ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা জড়িত। আর ঘটনাস্থলটি দুল্লাতলির আর্মি ক্যাম্পের পাশে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।