চবি করোনা ল্যাবে চিটাগং এলিটস্ এর সুরক্ষাসামগ্রী হস্তান্তর

0
73

রোটারী ক্লাব অব চিটাগং এলিটস্ এর বর্তমান রোটাবর্ষের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নাসির উদ্দীন এর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত করোনা টেস্ট ল্যাব পরিদর্শন করেছেন কর্মকর্তারা।

সম্প্রতি পরিদর্শনকালে ল্যাবে কর্মরত শিক্ষার্থীদের জন্য তারা ল্যাব ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখির কাছে উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নওশাদ চৌধুরী মিটু ও সেক্রেটারী নুর উদ্দীন চৌধুরী রোমেল, ল্যাবের দায়িত্বে নিয়োজিত সদস্য ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ।

ল্যাব ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান রোটারি কর্মকর্তাদের বলেন, রোটারিয়ানরা সামাজিক দ্বায়বদ্ধতা থেকে একযোগে কাজ করে যাচ্ছেন। সারা বিশ্বে প্রায় ৩৫ হাজার রোটারি ক্লাবের মাধ্যমে বিগত ১১৬ বছর যাবৎ পোলিও নির্মূল, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবায় রোটারি অভূতপূর্ব ভূমিকা রেখে আসছে।

সেই ধারাবাহিকতায় করোনা মহামারির এই বিশেষ সময়ে আলোকিত রোটারিয়ানরা করোনা নির্মূলে অগ্রণী ভুমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।