শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন : ধর্ম প্রতিমন্ত্রী

0
94

এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় একযোগে বাংলাদেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে জেলা শহরে ১৮ কোটি টাকা ব্যয়ে এবং উপজেলা পর্যায়ে ১৪ কোটি টাকা ব্যয়ে এসব মসজিদ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একযোগে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন। আর এতেই শেখ হাসিনা প্রমাণ করেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইসলামের ধারক-বাহক।

৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টায় লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন কোন মসজিদে উলুক ধ্বনি হয়না, মাদ্রাসা ভাঙচুর হয়না, কোন মাদ্রাসায় গিয়ে কেউ অন্যায় আবদার করেনা। এক সময় স্কুল শিক্ষকের বেতনের অর্ধেক বেতন পেত মাদ্রাসার শিক্ষকেরা।এখন জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাদের সমমান বেতনের সুযোগ করে দিয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি আওয়ামী লীগ দেশটাকে একটি অস্প্রাদায়িক রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু যেভাবে ঘোষণা দিয়েছিলেন সেভাবে গড়ে তুলতে কাজ করছে।

পরিদর্শন শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : আহসান হাবীব জিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় অনুষ্টিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী,
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আহসান উল্লাহ সাইয়্যেদ, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, হারুনুর রশিদ রাসু, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, জামিল উদ্দিন, মিজানুর রহমান মিজান, কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম অসিফুর রহমান চৌধুরী প্রমুখ।