কঠোর বিসিবি, কি ভাবছেন সাকিব?

0
155

শনিবার ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জি’র ফেসবুক লাইভে নানা বিষয়ে কথা বলেন সাকিব আল হাসান। সমালোচনা করেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান ও হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের কার্যক্রম নিয়ে। এইচপির ইউনিট প্রধান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বিসিবির অন্যান্য কার্যক্রমেরও সমালোচনা করেন সাকিব। টাইগার অলরাউন্ডারের লাইভ ইন্টারভিউ নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার সরাসরি এভাবে মন্তব্য করতে পারেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। সাকিবের বিষয়ে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে বিসিবি। ফেসবুক লাইভে বিসিবির সমালোচনা করায় পরবর্তীতে কি হবে সেটা নিয়ে অবশ্য ভাবনা নেই সাকিবের।

গতকাল রোববার ‘উৎপলশুভ্রডটকম’কে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না।
যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি। কী প্রতিক্রিয়া হবে, এ নিয়ে ভাবি না। আমি চিন্তা করলে বড় চিন্তা করি। আচ্ছা আপনিই বলেন, আমি যা বলেছি, তাতে কি আমার নিজের কোনো লাভ আছে? নিজের লাভ তো গাধাও বোঝে। আমি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলেছি। কারও যখন বলার সাহস নাই, আমিই না হয় বললাম। আমার ব্যক্তিগত লাভের জন্য তো বলি নাই। কেউ যদি এটা ভালোভাবে নিতে চায়, তা ক্রিকেটের জন্য ভালো হবে। আমরা যদি ভালো করতে চাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, তাহলে তো আমি আমার কথায় কোনো সমস্যা দেখি না। আমি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থেকে কিছু বলি নাই। প্রফেশনাল পয়েন্ট থেকে বলেছি।’