সিটি স্ক্যানের পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত: ডা. এফ এম সিদ্দিকী

0
100

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত সিটি স্ক্যান করার পর নেওয়া হবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডা. সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়াকে শিগগির সিটি স্ক্যান করানো হবে। এর রিপোর্টের ওপর তাকে হাসপাতালে ভর্তি করার বিষয়টা নির্ভর করবে।’

খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, ‘আমরা দ্রুত সিটি স্ক্যান করিয়ে ফেলব। সিটি স্ক্যান দেখে যদি মনে করি, বাসায় রেখে চিকিৎসা করাটা উনার জন্য ভালো হবে, তাহলে বাসায় রাখব। যদি মনে করি, দুই-তিন দিনের জন্য বা কয়েক দিনের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা দরকার, আমরা সেটাও করব। এটা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলেও জানান এফ এম সিদ্দিকী।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা তুলে ধরে ডা. সিদ্দিকী বলেন, ‘কাল (বুধবার) রাতে উনার একটু জ্বর উঠেছিল। ১০০‘র মতো ছিল। আজকে সকালেও উনার একবারের মতো একটু জ্বর উঠেছে, ১০০ টাচ করেছে। কিছুক্ষণ জ্বর ছিল।’

তিনি আরও জানান, ‘খালেদা জিয়ার চেস্ট পরীক্ষা করেছি। যেহেতু চেস্ট ক্লিয়ার আছে। আমরা মনে করছি উনি ভালো আছেন, স্টেবল আছেন।’

ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘ব্লাড সুগার এখন নিয়ন্ত্রণে আছে। আমরা প্রতিদিন ব্লাড সুগার তিন বার মনিটর করছি। সেই অনুযায়ী আমরা ট্যাবলেট ও ইনস্যুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ করছি। আর্থ্রাইটিসে উনার ফিজিও থেরাপি চলছে, আনুসাঙ্গিক যে চিকিতসাগুলো দরকার সেগুলো সবই চলছে।’