কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

0
216


মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
চলতি বোরো মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর।
জানা গেছে, কাপ্তাই উপজেলাধীন রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে। কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় এবং চিৎমরম ইউনিয়নের আমতলী পাড়ায় ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ-কৃষাণীরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। তবে গত বছরের মতো এবছরও করোনা ভাইরাসের প্রার্দুভাবে অনেক কৃষক ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে স্থানীয় কৃষক উথোয়াই মং মারমা এবং কৃষক ইসমাইল হোসেন জানিয়েছেন।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী জানান, এবছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩শ’৩২ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রি-ধান-২৮ – ১৫০ হেক্টর, ব্রি-ধান-২৯ -৭৫ হেক্টর, ব্রি-ধান-৫৮- ২৫ হেক্টর, ব্রিধান-৭৪ -১০ হেক্টর, হাইব্রিড জাতের হিরা- ৩ হেক্টর,সেরা- ৩ হেক্টর, নবি-৪ হেক্টর,, টিয়া-১ হেক্টর, এসএল ৮ এইস- ৬ হেক্টর, আগমনী- ৩৯ হেক্টরসহ সর্বোমোট ৩শ’ ৩২ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। এবছর কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১শ’ মেট্রিকটন। এই লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।
ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে। ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা অংছাই মং চৌধুরী এবং চথোয়াই মং মারমা আশা করছেন।

মোঃ নজরুল ইসলাম লাভলু
কাপ্তাই প্রতিনিধি
০১৮১৪-৮৯৫৪৬৯