নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরাই জাতির দর্পন

0
126
সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির স্বজন সমাবেশে বক্তারা
চট্টগ্রামের শীর্ষ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসোর উদ্যোগে চট্টগ্রামে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৫ মে বুধবার সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের কনফারেন্স হলে বাওসোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও প্রাবন্ধিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সম্মানে ইফতার ও স্বজন সমাবেশের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক
মনজুর আলম মনজু, সিনিয়র সাংবাদিক মহরম হোসেন, সিনিয়র সাংবাদিক তুষার দেব, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম, দৈনিক বনিক বার্তার ডেপুটি চীফ সুজিত সাহা,দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ, দেশ রুপান্তরের রিপোর্টার সুবল বড়ুয়া, আজাদীর জাহেদুল কবির, স্বজন সমাবেশের সদস্য সচিব বাওসোর প্রাক্তণ কর্মকর্তা সাংবাদিক এম হায়দার আলীও বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার এম এ হোসাইন, মনিরুল ইসলাম মুন্না, সি প্লাস সিনিয়র স্টাফ রিপোর্টার জিয়াউল হক ইমন
মোহাম্মদ ইলিয়াস রিপন,আমাদের নতুন সময় কামাল পারভেজ, বিশিষ্ট সংগঠক ও লেখক মাইনুদ্দিন কাদের লাভলু, শহিদুল ইসলাম বাবর রিয়াজুর রহমান
ফটো সাংবাদিক অনুপম দে, কমল রুদ্র, সাংবাদিক সাইদুল ইসলাম আজাদ, আকমল হোসেন, সুমন, শুভ দাশ,জাহাঙ্গীর আলম,রনি দে প্রমূখ।বাওসোর যুগ্ম-সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শুভাশিষ শর্মা,
বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাকিল আল মামুন, সাংবাদিক এমএ তৈয়ব, এডভোকেট মাসুদুল আলম,
সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা জাতির দর্পন, গণতন্ত্রও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ভূমিকা কালের সাক্ষী হয়ে আছে, আমরা সাংবাদিকদের সম্মান জানাতে পেরে গর্বিত।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলম মঞ্জু বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে।
সিনিয়র সাংবাদিক মহরম হোসেন বলেছেন, একজন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল আজ হাজার তরুণের অনুপ্রেরণার বাতিঘর,এ্যানেলের মতো আমাদের সবাইকে ভালো কাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, বাওসোর কেন্দ্রীয় কর্মকর্তা হাফেজ মাওলানা ক্বারী আমানুল্লাহ দৌলত।
ফটো ক্যাপশন, সাংবাদিকদের সম্মানে স্বজন সমাবেশের সভাপতির বক্তব্য রাখছেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।