সিপিএল খেলতে বিসিবির অনাপত্তিপত্র পাবেন না সাকিব!

0
62

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে প্রায় নিয়মিত সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে গত বছর টুর্নামেন্টটিতে খেলা হয়নি অভিজ্ঞ এই টাইগার অলরাউন্ডারের। আসন্ন নবম আসরে জ্যামাইকা তালাওয়াসে ডাক পেয়েছেন সাকিব। তবে এবারও তার ওয়েস্ট ইন্ডিজ যাত্রা অনিশ্চিত। বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে দলের সেরা তারকাকে অনাপত্তিপত্র (এনওসি) না-ও দেয়া হতে পারে। জনপ্রিয় ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আগামী ২৮ শে আগস্ট থেকে ১৯ শে সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবারের সিপিএল। অন্যদিকে বাংলাদেশের সামনে রয়েছে তিনটি সিরিজ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ।
এছাড়া খেলা রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও। এসব গুরুত্বপূর্ণ সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চান বলে জানিয়েছেন আকরাম খান।

ক্রিকবাজকে আকরাম বলেন, ‘আমরা এ বিষয়ে (সিপিএলের এনওসি) কোনো সিদ্ধান্ত নেইনি। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা অবশ্যই পুরো শক্তির দল নিয়ে সিরিজগুলো খেলতে চাই।’

আগামী ৩১শে মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। লীগটিতে খেলতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ডিপিএল মোহামেডানের নেতৃত্বে দেখা যাবে তাকে।
এরপরই আগামী জুনের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফর যাবে বাংলাদেশ। সিরিজ শেষ করে দেশে ফিরেই আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। এরপর একই ফরম্যাটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।