কবি হাফিজ রশিদ খান এর ৬০ তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

0
152

কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক হাফিজ রশিদ খান। বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন আদিবাসী সাহিত্য-সংস্কৃতি। এই গুরুত্বপূর্ণ সংযোজনের স্রষ্টা হলেন- হাফিজ রশিদ খান। আগামী ২৩ শে জুন গুরুত্বপূর্ণ এই ব্যক্তির ষাটতম জন্মদিন।

কবি’র ষাটতম জন্মদিনকে স্বরণীয় রাখতে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে আরেকটি নতুন পর্ব সংযোজন করতে বঙ্গোপসাগরীয় মৈনাকপর্বত বিধৌত অপরুপ লীলাভূমি মহেশখালীর একঝাঁক তরুণ কবি ও সাহিত্য পিপাসুদের পক্ষ হতে কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে-
প্রিয় অগ্রজ কবিকে পুষ্পমাল্য দিয়ে সাগরপাড়ে বরণ করা।
কবিকে নিয়ে নিবেদিত লেখা দিয়ে ছোট একটি প্রকাশনা করা।
কবিকে ” মৈনাক ” সম্মাননায় অভিষিক্ত করা।
সোনাদিয়া দ্বীপে জ্যোৎস্না স্নান রাতে কবির জন্মদিন উৎযাপন করা।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল সাহিত্যপ্রেমিদের আমন্ত্রণ জানিয়েছে ‘দ্বীপাঞ্চল সাহিত্যাঙ্গন পরিচালনা পর্ষদ’।