চট্টগ্রামে ১০ জনের মৃত্যু

0
73

চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।


নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৬ জন উপজেলার এবং ৪ জন নগরের বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৬৪৯টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৬ জন নগর এলাকার এবং ৩১৯ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুণ্ড উপজেলায়, ৫০ জন। এ ছাড়া হাটহাজারীতে ৩৬ জন, রাউজানে ৩৫ জন ও ফটিকছড়িতে ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা মানে এই নয় করোনা সংক্রমণ কমে এসেছে। শুধু কোরবানির ঈদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত। সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।