বঙ্গবন্ধুকে ভালোবেসে নীরবে কাজ করছে নির্মাতা মোহাম্মদ কামাল

0
47

চলচ্চিত্র ‘উড়বে পতাকা’ নব প্রজন্মকে উজ্জীবিত করবে ছবিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সংগ্রামী জীবন নিয়ে নির্মান করা হয় এবং জাতির সামনে একটি বার্তা পৌছে দেওয়ার চেষ্টা হয়েছে। যিনি আমাদের মুক্তি সংগ্রামের নেতা আজীবন একটি স্বাধীন দেশের জন্য সংগ্রাম করে একটি দেশ দিয়ে গেছেন আগামী ১৭ই মার্চ ২০২০ইং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পুরো জাতি এক যোগে পতাকা উত্তোলন পতাকা উড়ানে মাধ্যমে জাতির জনকের প্রতি সম্মান জানানোর আহবান জানায়। ছবিটি দেখে তরুণ প্রজম্ম জানতে পারবে বঙ্গবন্ধু মুক্তিসংগ্রামের মহানায়ক ছিলেন। ছবিটিতে উঠে এসেছে ১৯৪৮ থেকে থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদের আত্মত্যাগের কথা। বঙ্গবন্ধুর ছয় দফা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান,জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা, ৭ মার্চ, ১৯৭১ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার কথা। বর্তমান প্রজম্ম ছবিটি দেখলে খুব সহজে জানতে পারবে এই দেশের প্রতিটি সংগ্রামের মূলে রয়েছে বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্বের কথা। বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর দেশপ্রেম অনুপ্রানিত হয়ে আগামী প্রজম্মর এই দেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে উজ্জীবিত হবে। ছবিটিতে একটি গান আছে। গানের কথা লিখেছেন মোঃ কামাল। গানটির সুর করেছেন সুরসাধক বাবুল বড়ুয়া এবং গানে কন্ঠ দিয়েছেন বিশিষ্ট রেডিও ও টেলিভিশন শিল্পী পুরবী বড়ুয়া। ছবিটিতে নৃত্য পরিচালনা করেছেন ওডেশী ও ডান্স মুভম্যান্ট এর পরিচালক প্রমা অবন্তী। ছবিটির কাহিনী ভাবনা মোঃ কামাল, চিত্রনাট্য করেছেন গিয়াস আহম্মদ। চিত্রনাট্য সম্পাদনা করেছেন লোকপ্রিয় বড়ুয়া। ছবিতে দুই সহকারী পরিচালক হলেন পৃথিরাজ বড়ুয়া ও অর্নিবান করিম। ছবিতে অভিনয় করেছেন অর্জিতা সেন চৌধূরী,কাবেরী আইচ, শান্তুু দাশ,লাবন্য বড়ুয়া,লোকপ্রিয় বড়ুয়া,আশীষ নন্দী,ফারুক ইসলাম ও আরো অনেকেই।