অফডকে কনটেইনার প্রেরণের আদেশ প্রত্যাহার এর দাবিতে মানববন্ধন

0
70

বন্দর প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দর ভবন সম্মুখে সি এন্ড এফ ব্যাবসায়ীদের সংগঠন সম্মিলিত পরিষদ ও সমমনা কল্যাণ পরিষদের উদ্যোদে “প্রাইভেট ডিপোতে কন্টেইনার স্থানান্তর আদেশ প্রত্যাহার দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সিএন্ডএফ সংশ্লিষ্ট ব্যাসায়ী ও কর্মকর্তারা বলেন – বন্দর অভ্যন্তরে খালি জায়গা থাকার পরো ডিপোতে কন্টেইনার স্থানান্তর এর কারনে অামদানীকারকরা অতিরিক্ত ব্যয় ও হয়রানি শিকার হচ্ছে মর্মে অভিযোগ করেন, বক্তারা অারো বলেন দেশের সিংহভাগ রাজস্ব যোগান দাতা রাষ্ট্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর খালি রেখে ব্যাক্তিমালিকানাদিন অফডকে কন্টিইনার প্রেরণ করে ডিপো মালিকদের হীন স্বর্থ হাসিল করা হচ্ছে। তাই অনতিবিলম্ব আদেশ প্রত্যাহারের আহবান জানানো হয়। এতে বক্তব্য রাখেন সমমনা কল্যাণ পরিষদের উপদেষ্টা আবু তাহের,আহবায়ক গোলাম ফারুক ডলার, যুগ্ম আহবায়ক লোকমান হোসেন খন্দকার, সাজ্জাদ হোসেন,, সম্মিলিত জোটের পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক মুস্তফা মনোয়ার, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুদ্দিন, সদস্য সচিব লতিফুর রহমান আজিম, প্রমুখ, এছাড়াও ভারচুয়াল মাধ্যমে যোগ দেন উপদেষ্টা সাইদুজ্জামা।