২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১ জন করোনা আক্রান্ত

0
113

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া, হাটহাজারী ও সীতাকুণ্ডে ৫ জন এবং নগরে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। তবে এসময়ে কেউ মৃত্যুবরণ করেনি।

শুক্রবার (৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১ হাজার ২২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৮৯ শতাংশ।

সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে শেভরনে। ৩৫৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ জন। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতালে ৩০৩টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। বিআইটিআইডিতে ২৩০টি নমুনার মধ্যে ২ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষায় কারও করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৮৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।