চট্টগ্রামে ১৯ মাস পর করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমেছে

0
119

দীর্ঘ ১৯ মাস পর চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমেছে। একইসঙ্গে মৃত্যুশূন্য একটি দিনও পার হলো।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং নগর ও উপজেলায় কারও মৃত্যু হয়নি।

এর আগে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।