শঙ্খ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

0
94

বাঁশখালী উপজেলার খানখানাবাদে শঙ্খ নদীতে মাছ ধরতে গিয়ে ছালেহ আহমেদ (৫৫) নামের এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে বাঁশখালীর শঙ্খ নদী এলাকায় জাল দিয়ে মাছের ঘের করার সময় নিখোঁজ হন তিনি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টা করলেও খোঁজ মেলেনি। এ ছাড়াও স্থানীয়রাও প্রশাসনের সহায়তায় নদীতে অভিযান পরিচালনা করছেন। এখনো অভিযান চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ছালেহ আহমেদ শঙ্খ নদীতে মাছের ঘের বসাচ্ছিলেন। তখন পানির স্রোত বেশি ছিল। নদীতে জোয়ারের পানিতে হয়তো তলিয়ে গেছেন। তলিয়ে যাওয়ার আশঙ্কা মনে করে আমরা বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল গিয়ে উদ্ধার অভিযানে শঙ্খ নদীতে নেমে পড়েন। দীর্ঘ চেষ্টার পর তারা ব্যর্থ হয়ে চট্টগ্রামের ডুবরি দলকে খবর দেন। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে ৮ ঘণ্টা চেষ্টা চালান। এখনো তার সন্ধান পাননি ডুবুরি দল।

বাঁশখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পলাশ কুমার দে বলেন, ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমও কাজ করছে। এখনো কোনো খবর পাইনি। আমাদের অভিযান এখনো চলমান।