নোট সিরিজ বন্ধের ঘোষণা

0
122

চলতি বছরের প্রথমদিকে স্যামসাং তাদের একটি নোট সিরিজ বন্ধের ঘোষণা দেয়। তবে পরবর্তী বছরে নোট সিরিজের নতুন স্মার্টফোন আসবে বলে জানায়। তবে সরাসরি দক্ষিণ কোরিয়া থেকে পাওয়া সর্বশেষ এক সংবাদ ভিন্ন কথা জানিয়েছে।

ইটিনিউজের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ২০২২ সালের পণ্য পরিকল্পনা থেকে নোট সিরিজকে পুরোপুরিভাবে বাদ দিয়েছে স্যামসাং। আর এর প্রধান কারণ ফোল্ডেবল ফোন। বিগত কয়েক বছরে নোট সিরিজ ও গ্যালাক্সি জেড ফোল্ডের বিক্রির তথ্য দেখলেই সেটি সহজেই বোঝা যায়।২০১৯ ও ২০২০ সালে গ্যালাক্সি নোট১০ এবং নোট২০ সিরিজ যথাক্রমে ১২.৯ মিলিয়ন ও ৯.৭ মিলিয়ন ইউনিট বিক্রি হয়। অন্যদিকে শুধুমাত্র গ্যালাক্সি জেড ফোল্ডই বিক্রি হয়েছে ১৩ মিলিয়ন ইউনিট। তাই নোট সিরিজ বাদ দিয়ে ফ্লিপ এবং ফোল্ড

ফোনে নজর দেয়ার পেছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে। খবরে আরও জানানো হয়, ২০২২ সালে গ্যালাক্সি নোট২০ এবং নোট২০ আল্ট্রার উৎপাদন বন্ধ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। এই দুটি মডেলের উন্মোচন এক বছর পেরিয়ে গেছে।