মাওলানা রুমীর শান্তির পথ শীর্ষক সেমিনার রবিবার

0
109

রিপাবলিক অব টার্কির বাংলাদেশ দূতাবাস , টার্কি অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( কঃ ) ট্রাস্ট ‘ – এর যৌথ আয়োজনে ” মাওলানা রুমীর শান্তির পথ শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী কাল ৫ ডিসেম্বর রবিবার।
বিকেল সাড়ে তিনটায় নগরীর জাকির হোসেন রোডস্থ খুলশী কনভেনশন হলে ‘ ( কর্ণফুলী হল ) মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ( কঃ ) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ( ম.জি. আ . )।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ এম্বেসির অ্যাম্বাসেডর এইচ ই মোস্তফা ওসমান তুরান । স্বাগত বক্তৃতা দিবেন তুরস্কের অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান । সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড . মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্ । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড . ইফতেখার উদ্দিন চৌধুরী । প্রবন্ধের উপর আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড . মোহাম্মদ নূরে আলম ।
সন্ধ্যা ৬ টায় তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ( ঘূর্ণায়মান দরবেশ ) পরিবেশনা এবং এর পরই মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর মনোজ্ঞ সুফি সংগীতানুষ্ঠান ।
গত ৩ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে রহমান হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর , ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী , অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং প্রতিনিধি আবুল বাসার, ট্রাস্টের সমন্বয়ক ও প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন ।