চবি উপাচার্যের সাথে ইউনিভার্সিটি অব ভিয়েনার পি-এইচ.ডি. গবেষকের সৌজন্য সাক্ষাত

0
121

ইউনিভার্সিটি অব ভিয়েনার ঝড়পরধষ ্ ঈঁষঃঁৎধষ অহঃযৎড়ঢ়ড়ষড়মু বিভাগের পি-এইচ.ডি. গবেষক গং. ঠধষবহঃরহব এারষষড় ৫ ডিসেম্বর ২০২১ দুপুর ২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, উক্ত গবেষকের বাংলাদেশস্থ লোকাল সুপারভাইজার চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গং. ঠধষবহঃরহব এারষষড় বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।