রাউজানে ইভটিজিং করার অপরাধে যুবককের জরিমানা

0
94

শফিউল আলম, রাউজানঃরাউজান ডাবুয়া বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বকাটে যুবককে পাঁচ হাজার টাকা জড়িমানা করেছে নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা রাউজানে ইভটিজিং করার অপরাধে যুবককের জরিমানাসহকারী কমিশনার(ভূমি) দীপক কুমার রায়। গতকাল মঙ্গলবার দুপুরে বাদী বিবাদীর উপস্থিতিতে এই জড়িমানা করা হয়। জানা যায়, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে নির্জন রাস্তায় উপর ছাত্রীটিকে ইভটিজিং করে বকাটে যুবক ওমর ফারুক ও আরমান নামে তার এক বন্ধু । ছাত্রীটি এই ঘটনাটি বাড়িতে অভিবাবক মহলে জানালে অভিবাবক ঘটনাটি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি স্থানীয় এমপিকে জানানো হয়। সাংসদের নির্দেশে পুলিশ ও স্থানীয় লোকজন গত সোমবার ইউনিয়নের জগন্নাথ হাট এলাকা থেকে বকাটে যুবক ওমর ফরুককে আটক করে। আটকের পর হাজির করা হয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দীপক কুমার রায়ের অফিস কক্ষে। এসময় নিবার্হী ম্যাজিষ্ট্রেট বাদী বিবাদীকে সামনে রেখে শুনানী ও স্বাক্ষীদের বক্তব্যে গ্রহন করেন। ঘটনার সত্যতা পেয়ে বকাটে এই যুবককে এই পাঁচ হাজার টাকা জড়িমানা আদায় করে মুক্তি ও মুচলেখা নেয়া হয়। ইভটিজার ওমর ফারুক ডাবুয়া ইউনিয়নের রৌশন গোমস্তার বাড়ির খোরশেদ আলমের পুত্র।