ভূমিকম্পদুর্গতদের পাশে বিজিএমইএ

0
50

bgmea logo_বিজিএমইএনেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপুল হতাহতের ঘটনায় বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ গভীরভাবে মর্মাহত। তাই নেপালের ভূমিকম্পদুর্গত জনগণের এ চরম দুর্দিনে তাদের সাহায্যার্থে বিজিএমইএ সহায়তার হাত সম্প্রসারণ করেছে।

প্রথম দফায় গতকাল শুক্রবার ভোরে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম ও সহ-সভাপতি শাহিদউল্লাহ আজিম বাংলাদেশ এয়ার ফোর্সের একটি বিশেষ ফ্লাইটযোগে ২০০ কার্টুন বোঝাই ১০ হাজারেও অধিক তৈরি পোশাক নিয়ে কাঠমান্ডু গেছেন। সেগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরও করেন।

তৈরি পোশাকের মধ্যে রয়েছে সুয়েটার, জেন্টস প্যান্ট, লেডিস প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম জিনস প্যান্ট ও শিশুদের পোশাক।

পরবর্তীতে বিজিএমইএ’র পক্ষ থেকে সহায়তা হিসেবে নেপালের জনগণের জন্য আরো তৈরি পোশাক পাঠানো হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, এই মুহূর্তে নেপালের ক্ষতিগ্রস্ত জনগণ গরম কাপড়, কম্বল, তাবু, প্লাস্টিক ম্যাট, পানি, শুকনো খাবার ও ঔষধপত্রের প্রয়োজনিয়তা তীব্রভাবে অনুভব করছে। এসব সামগ্রী নিয়ে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিজিএমইএ সকল ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উদাত্ত আহ্বান জানাচ্ছে।