‘জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না’ মুহিত

0
74

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সহসাই কমানো হচ্ছে না। যদিও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) এখন লাভজনক অবস্থানে রয়েছে।’

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়ের ২৯ জন সিনিয়র সচিব-সচিব অংশ নেন।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু পাশ্ববর্তী দেশ বিশেষত ভারতের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়ছে, সেহেতু দুই দেশের জ্বালানি তেলে খুব বেশি মূল্য পার্থক্য থাকলে তেল পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়ে সরকার এখনো কিছু ভাবছে না। বিপিসির ভর্তুকি কিছুটা রেশনালাইজ করা হবে। কারণ বিপিসিকে এখন কত ভর্তুকি দেওয়া হয় সেটা তারা নিজেরাও জানে না। এ কারণে সেখানে নৈরাজ্য বিরাজ করছে। তবে এখুনি কোন পদক্ষেপ নেওয়া হবে না। বাজেটের পর জুলাই-আগস্ট মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, প্রাক-বাজেট আলোচনায় সচিবরা মূলত নিজ নিজ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কোন কোনটির বাস্তবায়নে ধীর গতি বলে জানিয়েছেন তারা। এছাড়া পরিবহন খাত নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।