মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতওন্ত্র বাংলাদেশ

0
56

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কর্তৃক নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩০ মে শনিবার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সকাল ১০টায় নগরীর বিপ্লব উদ্যানে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও চট্টগ্রাম নগর বিএনপি নেতা আলমগীর নূর, বিশেষ অতিথি ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জানে আলম। গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব হাজী আবদুর রহিম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সচিব আওরঙ্গজেব খাঁন সম্রাট,রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য টিটু মহাজন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দ।

ছবির ক্যাপসনঃ তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত