ধরা পড়ছে প্রচুর ইলিশ মাছ

0
185

প্রায় প্রতিদিনই টেকনাফের উপকূলীয় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ মাছ। তবে সাইজে বড় এসব ইলিশের দাম খুবই চড়া । বর্তমানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলেরা নিয়মিত সাগরে যাচ্ছেন বলে জানা গেছে। মাছও পাচ্ছে প্রচুর । এতে জেলেরা খুবই খুশী।ইলিশ ফিশিং ট্রলার মালিকগণও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। টেকনাফ উপজেলা মৎস্য অফিস, মাছের আড়ৎ এবং জেলেদের সূত্রে জানা গেছে এসব তথ্য। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোরর্শেদ জানান- সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোম্বর ১১দিন মা ইলিশ শিকার এবং ১ নভেম্বর থেকে ৩১ মে জাটকা শিকার নিষিদ্ধ ঘোষনা করেছিলেন। এ ব্যাপারে সরকার ব্যাপক প্রচারণা, অভিযান, উদ্ধুদ্ধকরণ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিল। ফলে বর্তমানে জেলেদের জালে প্রচুর বড় ইলিশ ধরা পড়ছে। গতকাল ১৫ জুন বিকালে খোঁজ নিয়ে জানা গেছে শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়ার ফিশিং ট্রলার মালিক মোঃ আমিনের ট্রলারে ১ মেঃটন টেকনাফ পৌর এলাকা কায়ুকখালী পাড়ার তাপস চক্রবতীর ফিশিং ট্রলারে ১ মেঃটন শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়ার শফিক উল্লাাহর ফিশিং ট্রলারে ১ মোঃ টন ইলিশ মাছ ধরা পড়েছে। এসব ইলিশের সাইজ ৭০০ থেকে ১২০০ গ্রাম পর্যন্ত। খবর পেয়ে কেকেপাড়া ঘাটের মাছের আড়তে গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে এসব ইলিশ মাছ টেকনাফের খোলা বাজারে বেচাকেনা হয়েছে কম। সিংহভাগ মাছই টেকনাফের বাইরে চালান দেয়া হচ্ছে।